তারেক রহমান ও জোবাইদা রহমানের দুর্নীতি মামলার শুনানি আগামী ১৯ জুন
- আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের দুর্নীতি মামলা হাইকোর্ট শুনতে পারে কিনা, সে বিষয়ে শুনানি পিছিয়ে ১৯ জুন ঠিক করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ নতুন দিন ঠিক করেছে। শুনানিতে তারেক-জোবায়দা পলাতক কিনা তা নিয়ে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন আইনজীবীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করে গত ১ জুন রায় প্রকাশ করে আপিল বিভাগ।আদালতে আত্মসমর্পণ না করলেও, কিভাবে হাইকোর্ট তাদের মামলা শুনলো — তা নিয়ে ১৬ পাতার রায়ে বিস্ময় প্রকাশ করে সর্বোচ্চ আদালত।
এরপরই বদলে যায় প্রেক্ষাপট। দুদকের মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি পরিবর্তিত হয়ে, হাইকোর্ট আদৌ পলাতক আসামীর বক্তব্য শুনতে পারবে কিনা… তা নিয়ে শুনানি করেন দু’পক্ষের আইনজীবী।
দুদক, দুর্নীতি নয় বিএনপিকে দমনে ব্যস্ত বলেও মন্তব্য করেন কায়সার কামাল।















