মাছ শিকারের দায়ে ১০ জেলে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
গতসন্ধ্যায় চর বিজয় সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। পরে রাতেই আটক জেলেদের কাছ থেকে ৭৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। পরে তারা আর নিষেধাজ্ঞা কালীন সময়ে সাগরে মাছ শিকার করবেনা বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়। কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।