ডিবিসি নিউজ প্রডিউসার আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রাজধানী থেকে ডিবিসি নিউজ প্রডিউসার আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণায় পুলিশ জানিয়েছে, আবদুল বারীকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। প্রাণ বাঁচাতে পানিতে নেমে পড়েন তিনি। এক পর্যায়ে পানি থেকে লেকপাড়ে উঠে এলে পুনরায় হামলা করা হয়। উপ-পুলিশ কমিশনার নাজমুল আরও জানান, ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে। নিহত আবদুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তিনি রাজধানীর মহাখালীতে থাকতেন।
























