কাল জাতীয় সংসদে ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার নতুন বাজেট পেশ
- আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
কাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা হবে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার এই বাজেট পেশ করবেন। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে।আর মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ। এবার বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
বাজেট উপস্থাপনের জন্য জাতীয় সংসদে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাজেট পেশের আগে, সংসদে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদ করা হবে। এরপর রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর অর্থমন্ত্রীআ হ ম মোস্তফা কামাল তা সংসদে উপস্থাপন করবেন । বাজেটের মোট আকার শেষ মুহূর্তে কিছু বাড়তে-কমতে পারে। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেটে ঘাটতি ধরা হয়েছিল, ২ লাখ ১৫ হাজার কোটি টাকা। সেই হিসাবে আগামী অর্থবছরে ঘাটতি বাড়তে পারে ২৮ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে মোট আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। সে অনুযায়ী এবারে বাজেটে মোট প্রাক্কলিত আয়ের পরিমাণ বাড়ছে ৪৪ হাজার কোটি টাকা। মোট আয়ের মধ্যে এনবিআর ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে আগামী অর্থবছরে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে ৪০ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। চলতি ২০২১–২২ অর্থবছরে এডিপির আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা।

















