সরকার ও ব্যবসায়ীদের কারসাজিতে চালের বাজার অস্থিতিশীল: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
সরকার ও ব্যবসায়ীদের কারসাজিতে চালের বাজার অস্থিতিশীল বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবি জানান তিনি।
এভাবে চলতে থাকলে দূর্ভিক্ষ আসন্ন বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় ওয়াদুল কাদেরকে হুঁশিয়ার করে বলেন, গণতান্ত্রিক শাসনে ফিরে না আসলে আওয়ামী লীগের চরম দুর্দশা হবে। সরকার সব অর্জন ধ্বংস করেছে অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সরকারের হাত থেকে মুক্তি ও দেশের গণতন্ত্র উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এ আলোচনা সভায় অংশ নেন ২০ দলীয় জোটের শীর্ষ ও জাতীয় নেতারা।