নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করতে তৎপর স্বার্থান্বেষী মহল : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করতে তৎপর স্বার্থান্বেষী মহল। সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যারা শিক্ষাঙ্গনে অরাজকতা করছে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে যারা সুবিধা আদায়ের চেষ্টা করছে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তিতে এগিয়ে চলছে এবং ব্যাপক উন্নয়ন হচ্ছে।