নেত্রকোনায় শারমিন আক্তার নামে এক নারী জঙ্গি সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
নেত্রকোনায় শারমিন আক্তার নামে এক নারী জঙ্গি সদস্যকে আটক করেছে রেব। সে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
সকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের উত্তর দক্ষিণ বিশিউড়া এলাকার মৌলভী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে নিজ বাড়ি থেকে শারমিনকে আটক করে রেব-৩। পরে শুক্রবার রাত ১২টার পর ঢাকা টিকাটুলি রেব-৩ এর ডিএডি মোহাম্মদ ইখতিয়ার হোসেন বাদী হয়ে মডেল থানায় মামলা করে। বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।