টানা কয়েক দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধার সব নদ-নদীতে পানি বেড়েছে

- আপডেট সময় : ০৬:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টানা কয়েক দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধার সব নদ-নদীতে পানি বেড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সুন্দরগঞ্জের প্রতিরক্ষা বাঁধগুলো। উপজেলার ৩৫ কিলোমিটার বাধের ৩১টি স্থান চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত সংস্কার না করায় আতঙ্কে দিন পার করছে লাখ লাখ মানুষ।
টানা বৃষ্টি ও উজানের ঢলে মরা তিস্তা নদী এখন কানায় কানায় ভরপুর। উপজেলার ৮টি ইউনিয়নের এক লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বেলকা বেড়ি বাঁধ। সংস্কার কিংবা মেরামতের কোন উদ্যোগ নেই। ফলে যে কোন সময় বাঁধ ভেঙ্গে ভাসবে ৬০ গ্রামের মানুষ।
গেলো বছরের বন্যায় বেলকাসহ কয়েকটি বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি স্থান ধসে যাওয়ার উপক্রম হয়। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় তা মেরামত করা হয়। তবে এবারে বাধগুলোর অবস্থা এখনো খুবই নাজুক।
এদিকে ঝুঁকির্পূর্ণ স্থান দ্রুত মেরামত করা হবে জানালেন, জেলা প্রশাসক।
জেলার সদর সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি,সাদুল্যাপুরে ও গোবিন্দগঞ্জে কয়েকটি স্থানে ঝুকির্পূণ স্থান রয়েছে।