চট্টগ্রামে সিন্ডিকেট ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সাধারণ মানুষ ক্ষতিপূরণের টাকা পাচ্ছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
 - / ১৫৭৭ বার পড়া হয়েছে
 
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভুমি শাখায় সিন্ডিকেট ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সাধারণ মানুষ সরাসরি ক্ষতিপূরণের টাকা পাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় কমিশনারের সভা কক্ষে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান তিনি। জেলা প্রশাসক বলেন, ভুমি শাখায় ২ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও ৯৩ লাখ টাকা জালিয়াতি নিয়ে আলাদা মামলা করা হয়েছে। জেলার বেশ কয়েকটি ভুমি কার্যালয়ে জালিয়াতির ঘটনায় গত এক বছরে ৩টি মামলা ও ভূমি সিন্ডিকেটের ১১ কর্মচারি ও দালালকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী ও ভুমি মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ আসাদুজ্জামান বক্তব্য দেন।
																			
																		















