বার বার টেন্ডার আহ্বান করেও গুরুত্বপূর্ণ যন্ত্র কিনতে পারেনি রাজশাহী মেডিকেল কলেজ

- আপডেট সময় : ০৫:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৭৩২ বার পড়া হয়েছে
বার বার টেন্ডার আহ্বান করেও মরচুয়ারি ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোস্কপসহ অন্তত ২০টি গুরুত্বপূর্ণ যন্ত্র কিনতে পারেনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কখনো পাওয়া যাচ্ছে না ঠিকাদার। আবার কখনো পেলেও শর্ত পূরণ না করায় কার্যাদেশ দেয়া যাচ্ছে না। ফলে, অর্থবছর শেষে বিপাকে পড়েছে তারা।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সবচে’ বড় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে আউটডোর ও ইনডোর মিলে প্রতিদিন চিকিৎসা নেন হাজারো রোগী। চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য এবছরই স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কারও পেয়েছে হাসপাতালটি। তবে আরও সহজে উন্নত সেবা দিতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য চলতি অর্থবছরেই বেশকিছু যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেয়া হয়। কিন্তু বার বার দরপত্র আহ্বান করেও গুরুত্বপূর্ণ ২০টি যন্ত্র কেনা যায়নি।
পরিচালক বলছেন, চাহিদা অনুযায়ী প্রতি অর্থবছরই বাজেট বাড়ছে। তাই যন্ত্রপাতি কেনাকাটায় গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু অজ্ঞাত কারণে দরপত্রে অংশগ্রহণ করছে না ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।
চলতি অর্থবছরে রামেক হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটা খাতে বরাদ্দ ছিল সোয়া ১৩ কোটি টাকা। যার বেশির ভাগই খরচ হয়েছে।