ছেলের হাতে বাবা খুনের অভিযোগ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে।
সকালে কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাবা..বাবু হোসেন দু’দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসে ছেলে রমিজের কাছে কিছু টাকা চায়। ছেলে টাকা দিতে রাজি হয়নি। এছাড়া পারিবারিক বিষয় নিয়েও বাবা-ছেলের ছেলে মধ্যে বিরোধ চলছিল আগে থেকেই। এরই জেরে সকালে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রমিজ তাঁর হাতের কাছে থাকা বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।

 
																			 
																		























