সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নৌ-বাহিনীর কাছে ৩৩ রোহিঙ্গা আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নৌ-বাহিনীর কাছে ধরা পড়েছে ৩৩ রোহিঙ্গা।
গতকাল গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপের পাশে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে তাদেরকে আটক করা হয়। নৌবাহিনী জানায়, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের কয়েকজন মালয়েশিয়া যাওয়ার জন্য কক্সবাজারের দালালদের সঙ্গে যোগাযোগ করছে– এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায় তারা। বুধবার সন্ধ্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে ২০ জন পুরুষ, ১২ জন নারী ও একজন শিশু ক্যাম্প থেকে পালিয়ে যায়। একপর্যায়ে রাতেই দালালদের সহায়তায় একটি মাছ ধরা কাঠের ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়ার দিকে রওনা করে। সেন্টমার্টিনের কাছে পৌছুলে নৌবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।