গোপন পাসওয়ার্ড খুলে তিন হাত ঘুরে চোরাই মোবাইল ফোন বিক্রি করছে একটি চক্র

- আপডেট সময় : ০৮:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
দিন দিন প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই উন্নত কৌশল অবলম্বন করছে চোরচক্র। ইম-এম-আই নম্বর থেকে শুরু করে জটিল সব গোপন পাসওয়ার্ড খুলে তিন হাত ঘুরে চোরাই মোবাইল ফোন বিক্রি করছে একটি চক্র। সংঘবদ্ধ সেই চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চোরাই ফোন কেনাবেচার সংগে জড়িতদেরও আইনের আওতায় আনার কথা জানানো হয় গোয়েন্দা বিভাগের সংবাদ সম্মেলনে।
দিনি দিন মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে বাড়ছে চুরি ও হারিয়ে যাওয়ার ঘটনা। রাজধানীতে প্রতি মাসেই মোবাইল ফোন চুরি হচ্ছে কয়েকশ।
ফোন চুরি ঠেকাতে মাঠে নেমেছে পুলিশের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে বিশেষ এক অভিযানে রাজধানীর উত্তরা থেকে চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এসময় উদ্ধার করা হয় ১৫৮ টি মোবাইল ফোন সেট, ১ টি ল্যাপটপ এবং নগদ ১ লক্ষ ১৮ হাজার টাকা।
জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন স্থানে মোবাইল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানান গোয়েন্দা প্রধান।
তিনি বলেন, চোরাই ফোনের বাজারে আইফোনের চাহিদাই সবচেয়ে বেশি এবং বেশিরভাগ চোরাই ফোন রাজধানীর মোতালেব প্লাজায় বেচাকেনা হয়।
কোনো দোকানদার চোরাই ফোন কেনাবেচা করলে তাদেরও আটক করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।