ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। ২০১৮ সালের নির্বাচনে বিজেপির হয়ে জিতে ২৫ বছরের বাম রাজত্ব হটিয়ে মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব।
তার পদত্যাগের ফলে নতুন নেতা নির্বাচনে বিকেল ৫টায় বৈঠকে বসেছে রাজ্য সরকারের বিজেপি দলীয় আইনপ্রণেতারা। এর আগে বিপ্লব দেব রাজ ভবনে গভর্নর এসএন আর্যর সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে এসে নিজেই পদত্যাগের কথা জানান। বিপ্লব দেব বলেন, দলের ইচ্ছায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। আগামী বছর রাজ্যটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, বিজেপি সভাপতির সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।



















