বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে সম্প্রীতি উৎসব

- আপডেট সময় : ০১:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৮৫১ বার পড়া হয়েছে
আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে সকালে রাজধানীতে শান্তির শোভাযাত্রা ও সম্প্রীতির উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি রচনা করেছিলেন, ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এই পুণ্যোৎসব। হিসেব মতে রোববার পালন হবে দিনটি।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগে শান্তির শোভাযাত্রা ও সম্প্রীতির উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, একটি গোষ্ঠি নানা সময় সাম্প্রদায়িক উস্কানির মধ্যদিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে আসছে।
আর ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।
উৎসবে আগত বক্তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ।