এলডিপি মহাসচিব রেদোয়ানসহ চারজনকে কারাগারে পাঠালো আদালত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
 - / ১৫৯৪ বার পড়া হয়েছে
 
কুমিল্লায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলিতে আহত করার ঘটনায় আটক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গতরাতে কুমিল্লার বিচারিক হাকিম আবু বকর সিদ্দিক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান, আদালত পুলিশের পরিদর্শক মজিবুর রহমান।একই স্থানে ছাত্রলীগ ও এলডিপির অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সোমবার দুপুরে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ গেটে রেদোয়ানের রিভলবারের গুলিতে এক ছাত্রলীগ ও এক স্বেচ্ছাসেবক লীগ কর্মী আহত হন।
																			
																		














