আবারও জরুরি অবস্থা জারি হলো শ্রীলঙ্কায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
তীব্র বিক্ষোভের জেরে আবারও জরুরি অবস্থা জারি হলো শ্রীলঙ্কায়। যা কার্যকর হয় মধ্যরাত থেকে। ৫ সপ্তাহের মাথায় দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হলো।
প্রেসিডেন্টের মুখপাত্র জানান, গোতাবায়ে রাজাপাকসে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়ে জরুরি অবস্থা জারি করেন। ট্রেড ইউনিয়নগুলো অর্থনৈতিক সঙ্কটের জন্য প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশব্যাপী ধর্মঘট করে। তাই ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বজায় রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে বিশেষ ক্ষমতা পেলো নিরাপত্তা বাহিনী।অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে জনরোষ এখন তুঙ্গে। ধর্মঘট পালনে বন্ধ ছিল স্কুল-কলেজ, দোকানপাট ও সরকারি-বেসরকারি অফিস। চলেনি কোনো গণপরিবহন।



















