রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়েছে: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের মানুষের আনন্দে বিএনপির কষ্ট হয়। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি।
দেশের মানুষ এবার নির্বিঘ্নে ঈদ যাত্রা সম্পন্ন করেছে বলেও জানান ওবায়দুল কাদের।
কক্সবাজারের সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বিএনপি জামায়াতের মিথ্যাচারের বিরুদ্ধে সত্যকে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন ড. হাছান মাহমুদ।