চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে ৫৩ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে ৫৩ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে। তারপর থেকে কয়েক দিন ধরে চলা উদ্ধারকাজের পর শুক্রবার সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়। গত ২৯ এপ্রিল হুনান প্রদেশের ৮ তলা ওই ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছে। এদের মধ্যে একজনকে ঘটনার পাঁচ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়। ভবনটি কী কারণে ধসে পড়ল স্থানীয় কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। এ ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।