দুই জেলায় বজ্রপাতে নিহত দুই
- আপডেট সময় : ০৫:২২:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
কক্সবাজার, ফরিদপুরে বজ্রপাতে দুইজন নিহত। এছাড়া চাঁদপুরে বজ্রপাতে ভাইয়ের মৃত্যুর সংবাদে মারা গেছে তার ছোট ভাই।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আতিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টিপাতের সময় উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের বাসিন্দা আতিক পাশের লবণ মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে।নিহত যুবকের নাম মো. রাকিবুল ইসলাম।স্বজনরা জানায়, সকালে রাকিবুল গোয়াল ঘর থেকে গরু এনে খাবার দেয়ার জন্য বাড়ির উঠানে বাঁধছিলেন। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জে বজ্রপাতে তারেকুল ইসলাম রুবেল নামের একজন বজ্রপাতে নিহত হয়েছে।


























