ইহকাল ও পরকালের মুক্তি কামনায় চট্টগ্রামে জুমাতুল বিদা পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং ইহকাল ও পরকালের মুক্তি কামনায় শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে প্রতিবছর পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা।মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির অংশ হিসেবে এদিন নাজাত প্রার্থনা করেন সবাই। জুমার আজানের পর আন্দরকিল্লা জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ, মেহেদীবাগ সিডিএ মসজিদ, এমএ আজিজ স্টেডিয়াম মসজিদসহ নগরীর সবকটি মসজিদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লীদের বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।মসজিদগুলোদে স্থান সংকুলন না হওয়ায় বাইরের রাস্তায়ও মুসল্লিদের পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায় করতে দেখা গেছে। নামাজ শেষে বাংলাদেশসহ গোটা বিশ্বের সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।