রাঙ্গামাটির বড়াদমে নির্মাণাধীন সেতু ভেঙে এক শ্রমিকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি সদর উপজেলার আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদমে নির্মাণাধীন সেতু ভেঙে মো. রফিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় অন্তত ২০ জন।
সকালে সেতুর স্ল্যাব ঢালাইয়ের সময় হঠাৎ ভেঙে গেলে শ্রমিকরা নিচে চাপা পড়ে। ফলে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্বত্যরত চিকিৎসক ত্রিতন চাকমা জানান, সেতু দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।