শ্রীলঙ্কাকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কাকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। গণমাধ্যমের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। এই খবরে শ্রীলঙ্কার বেড়েছে স্টক এবং কলম্বো অল-শেয়ার ইনডেক্স ৪.১ শতাংশের মতো বেড়েছে।
বিবৃতিতে জানানো হয়, অপরিহার্য পণ্য আমদানিতে খরচ করা হবে এই অর্থ। এর মধ্যে ৪০০ মিলিয়ন ডলার দ্রুত শ্রীলঙ্কায় পাঠানোর ব্যবস্থা করবে বিশ্বব্যাংক। সংকট কাটিয়ে উঠতে দ্বীপ রাষ্ট্রটিকে ধারাবাহিকভাবে সহায়তা দেবে সংস্থাটি। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছেও আর্থিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি শুরু থেকে শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে। এমন অবস্থায় সরকার কিছু ফল ও দুগ্ধ পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এর আগে গাড়ি, টাইলসসহ বেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কান সরকার।