জিএমবি’র সামরিক শাখার সদস্য মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি সানোয়ারকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৮০১ বার পড়া হয়েছে
নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জিএমবি’র ইসাবা গ্রুপের সামরিক শাখার সদস্য মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সন্ত্রাসবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেনের উপর নজরদারি শুরু হয়। এক পর্যায়ে জানা যায়, সানোয়ার পত্নীতলার চাঁদপুর এলাকায় ‘আব্দুল্লাহ’ নামে আত্মগোপন করে আছে। সেখানে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করত। পরে, অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।























