কৃষক আত্মহত্যার ঘটনায় নলকূপ অপারেটরের শাস্তি ও সেচ ব্যবস্থাপনায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
রাজশাহীতে সেচের পানি না পেয়ে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের শাস্তি ও সেচ ব্যবস্থাপনায় অনিয়মের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।
দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা। পরে, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। এদিকে, একই দাবিতে গভীর নলকূপ পরিচালনাকারী প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করে তারা। সেখানেও স্মারকলিপি দেয়া হয়। গত ২৩ মার্চ ধানের জমিতে সেচের পানি না পেয়ে গোদাগাড়ী উপজেলার সাঁওতাল দুই কৃষক অভিনাথ ও রবি মার্ডি কীটনাশক পানে আত্মহত্যা করে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গভীর নলকূপের অপারেটর কারাগারে রয়েছেন।























