আলাদা সড়ক দুর্ঘটনা মোলভীবাজার ও কুষ্টিয়ায় দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনা মোলভীবাজার ও কুষ্টিয়ায় দুইজন নিহত হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন চালক ও যাত্রীসহ চারজন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে, কুষ্টিয়া ভেড়ামারায় অটোরিকশার ধাক্কায় শেফালী নামে এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে চন্ডীপুর পশ্চিমপাড়ায় বাড়ির সামনের রাস্তায় মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটোরিকশা শেফালীকে ধাক্কা দিলে এদুর্ঘটনা ঘটে।