সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা-লাভের মাসে তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ

- আপডেট সময় : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হলো বরকতময় ইবাদতের মাস পবিত্র মাহে রমজান। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা-লাভের মাস মাহে রমজান। এ মাসকে মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ হিসেবে মনে করেন ইসলামি চিন্তাবিদরা।
শুরু হলো সিয়াম সাধনার মাস। মাহে রমজান। তারাবির নামাজ এবং শেষ রাতে সেহরির দিয়ে শুরু হয় রোজার আনুষ্ঠানিকতা।
শনিবার বাদ এশা দেশের প্রায় সব মসজিদেই শুরু হয় তারাবির নামাজ। করোনা মহামারীর সংক্রমণ কমে আসায় দুবছর পর বিনা দ্বিধায় আবারো তারাবির নামাজে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। বরকতময় এ মাসে রহমত, মাগফেরাত আর নাজাতের কামনা মুসল্লিদের কন্ঠে।
প্রতিবছরের মতো বাসা বাড়িতেও ছিল সেহরির আয়োজন। পরিবার পরিজনের সাথে সেহরি খেয়ে প্রথম রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলিমরা।
সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা-লাভের মাস এই মাহে রমজান। এ মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ, শান্তি এবং তাকওয়া অর্জনের এক অপূর্ব সুযোগ, মনে করেন ইসলামি চিন্তাবিদরা।
ঢাকায় প্রথম দিন ইফতার ৬টা ১৯ মিনিটে। সন্ধ্যায় ইফতার গ্রহণের মাধ্যমে রোজাদাররা শেষ করবেন প্রথম রোজার আনুষ্ঠানিকতা।