নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সড়ক-মহাসড়কে পুলিশ ও রাজনৈতিক দলের কর্মীদের চাঁদাবাজিকে দায়ী করলেন ব্যবসায়ীরা

- আপডেট সময় : ০৯:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সড়ক-মহাসড়কে পুলিশ ও রাজনৈতিক দলের কর্মীদের চাঁদাবাজিকে দায়ী করলেন ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সবক্ষেত্রে সমন্বয় থাকতে হবে। রোজায় পণ্যের দাম না বাড়াতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।
রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে এফবিসিসিআই ভবনের সম্মলেন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
সভায় নেতারা বলেন, সরকার নির্ধারিত দামেই পণ্য বিক্রি করতে চান ব্যবসায়ীরা। তবে, পণ্য পরিবহনে চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়।
ব্যবসায়ীদের অভিযোগ বলেন, ভ্রাম্যমান আদালত নানাভাবে ব্যবসায়ীদের হয়রানী করছে । তাই রোজায় ভ্রাম্যমান আদালত বন্ধেরও দাবি তাদের।
সভায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে, রমজানে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি মো: জসিম উদ্দিন ।
এসময় রমজানকে সামনে রেখে ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি বাজার মনিটরিং টিম গঠন করেছে এফবিসিসিআই। এতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।