আজ চাঁদ দেখা গেলে কাল থেকে পবিত্র রমজান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
আজ চাঁদ দেখা গেল কাল রোববার থেকে দেশে শুরু হবে পবিত্র মাহে রমজান। গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা শুরু হয়েছে।
দেশে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকেই রমজান মাস শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল রোববার। বিষয়টি নিশ্চিত হতে সন্ধায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি আরবে করোনা ভাইরাসের বিধিনিষেধ ছাড়াই রমজান পালন করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে শনিবার থেকে রোজা পালন শুরু হয়েছে। তবে এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রোজা শুরু হবে কাল রোববার।















