করোনা মহামারি শুরুর পর এই প্রথম সাংহাইজুড়ে লকডাউন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
করোনা মহামারি শুরুর পর এই প্রথম সাংহাইজুড়ে জারি করা হলো লকডাউন। সাংহাইয়ে দুই দফায় নয় দিনের বেশি লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার সাংহাইয়ে একদিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্তের পর দুই ধাপে কার্যকর হবে এ লকডাউন। আজ থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত শহরের পূর্বাঞ্চলের নাগরিক এ সিদ্ধান্ত মেনে চলবেন। অন্যদিকে, ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে শহরের পশ্চিমাঞ্চলে। কর্তৃপক্ষ জানায়, লকডাউন চলাকালে শহরে গণপরিবহন, প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ থাকবে। সাংহাইয়ে প্রায় এক মাস ধরে করোনার সংক্রমণের নতুন ঢেউ চলছে। অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব এড়াতে কর্তৃপক্ষ এত দিন শহরটিতে লকডাউন থেকে বিরত ছিল।