যুদ্ধ পরিস্থিতির সংবাদ নিয়ন্ত্রণে নতুন একটি আইনে সই করেছেন পুতিন

- আপডেট সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির সংবাদ নিয়ন্ত্রণে শুক্রবার নতুন একটি আইনে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনুমোদন পাওয়া আইনে কোনো ব্যক্তি বিদেশে থাকা কোনো রুশ কর্মকর্তার বিরুদ্ধে ‘‘ভুয়া খবর’’ ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।
বিদেশে রাশিয়ান দূতাবাস ও সংস্থাগুলো সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার আটকাতেই আইনটি করা হয়েছে। এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধে নিহত হয়েছেন ১ হাজার ৩৫১ জন রুশ সেনা। আহত হয়েছেন আরও ৩ হাজার ৮২৫ জন। শুক্রবার রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এছাড়াও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্কসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে ৪ লাখ ১৯ হাজার ৭৩৬ জন বেসামরিক মানুষকে রাশিয়ায় সরিয়ে আনা হয়েছে। সরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ৮৮ হাজারের বেশি শিশু । আরো আছেন ৯ হাজার বিদেশি।