ইউক্রেনকে শর্তহীন সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান

- আপডেট সময় : ০৬:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বেলজিয়ামে, ন্যাটোর সম্মেলনে যুক্ত হয়ে ভোলদিমির জেলেনস্কি, ইউক্রেনকে শর্তহীন সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাশিয়াকে কোণঠাসা করতে আরো কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে পশ্চিমা দেশগুলোর জোট ন্যাটো।
ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ জনগণকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি, পূর্ব ইউরোপে ন্যাটোর ৪০ হাজার সৈন্য মোতায়েন করা, সাইবার প্রতিরক্ষা জোরদার করা, ইউক্রেনকে ‘জৈবিক, রাসায়নিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হুমকি থেকে রক্ষা করার বিষয়ে প্রস্তাব করেন। এদিকে, পুতিনের পরিকল্পনা কিছুতেই সফল হতে দেয়া হবে না, বলে ন্যাটো সম্মেলনে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, ইউক্রেনে আরও দুইশ’ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে যুদ্ধে আক্রান্ত ইউক্রেনীয় নাগরিকদের জন্য একশ’ কোটি ডলার সহায়তার ঘোষণা দেন তিনি।