স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড

- আপডেট সময় : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে ধারালো অস্ত্র স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী বশির মিস্ত্রিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।
দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৬ সালে নোয়াখালী জেলার চরজব্বার ইউনিয়নের চরপানা উল্যা গ্রামের আলী হোসেনের মেয়ে মমতাজকে বিয়ে করেন বশির। এটি বশিরের দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম সংসারে তার দুই ছেলে ও চার মেয়ে ছিল। বশির-মমতাজের সংসারেও দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে মমতাজকে বশির মারধর করতেন। কলহ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকার সালিসি বৈঠক করেও কোন সমাধান হয়নি। এরই এক পর্যায়ে পরিকল্পিতভাবে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে মমতাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বশির।