রাখাইনে সংঘটিত গণহত্যার স্বীকৃতি দিলো ওয়াশিংটন
- আপডেট সময় : ০২:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
রাখাইনে সংঘটিত গণহত্যার স্বীকৃতি দিলো ওয়াশিংটন। রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো সহিংসতা মানবতাবিরোধী অপরাধ বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন। এ সময় ব্লিঙ্কেন হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন জান্তা সরকার ক্ষমতায় থাকবে, তত দিন মিয়ানমারে কেউ নিরাপদ নয়। তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে হামলা ছিল ‘ব্যাপক বিস্তৃত ও পদ্ধতিগত’ এবং মূলত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে ধ্বংস করাই ছিল হামলার সুস্পষ্ট উদ্দেশ্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭ সালে রাখাইনে নির্যাতন, নির্বিচারে হত্যা, গণধর্ষণের মতো অপরাধ করেছে মিয়ানমার সেনাবাহিনী। জ্বালিয়ে দেয়া হয়েছে গ্রামের পর গ্রাম। সেই সময় এক মাসেই হত্যা করা হয় ৬ হাজারের বেশি মানুষকে। দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে ৭ লাখের মতো মানুষ। এ নিয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া।














