যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ২৫ মার্চ পোল্যান্ড সফরে যাচ্ছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৫ মার্চ পোল্যান্ড সফরে যাচ্ছেন। ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর তিনি সেখানে যাবেন।
হোয়াট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজের সঙ্গে ওয়ারশায় বৈঠক করবেন। এসময় তারা শরণার্থী ইস্যুতে আলোচনা করবেন। ইউক্রেনের রাশিয়ার হামলার পরই সেখানে মানবাধিকারের সংকট দেখা দেয়। আজ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলসৎ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলার কথা রয়েছে বাইডেনের। বুধবার তিনি ব্রাসেলসে যাবেন। এরপর সেখানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি জি-৭ এর সঙ্গেও বৈঠক করবেন তিনি।