নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ তোলা হলো ১৫ ঘন্টা পর
- আপডেট সময় : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া মুন্সিগঞ্জগামী লঞ্চটি ১৫ ঘন্টা পর পাড়ে এনেছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
তবে লঞ্চের ভেতরে কোনও মরদেহ পাওয়া যায়নি। ভোর সোয়া ৫টার দিকে মাঝ নদী থেকে লঞ্চটি উদ্ধার করে টেনে পাড়ে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালায়। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি করা হবে। লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ ‘এমভি আশরাফ উদ্দিন’ ডুবে যায়। লঞ্চে প্রায় ৭০ জনের মতো যাত্রী ছিলো বলে বেঁচে ফেরা কয়েকজন জানিয়েছেন। নদীর তীরে নিখোঁজ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সকলেই স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন।




















