রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বুধবার রুল জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচারিক আদালত-আইসিজে।
প্রতিবেদনে বলা হয়, মিথ্যা অজুহাতে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। এমন অভিযোগ আমলে নিয়ে রুল জারি করবেন আদালত। এর আগে ৭ মার্চ এই মামলার ওপর শুনানি থাকলেও সেই শুনানিতে হাজির হয়নি রাশিয়া।
বিচারিক আদালতের কাছে ইউক্রেন অভিযোগ জানিয়েছে, রুশ বাহিনী দোনবাস অঞ্চলে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।