রেশন পদ্ধতিতে চাল তেল পেঁয়াজ আটা সরবরাহের নির্দেশ হাইকোর্টের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ওএমএস নীতিমালার আওতায় সারাদেশে চাল তেল পেঁয়াজ আটা রেশনের মাধ্যমে সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য নির্ধারনে নীতিমালা প্রনয়ন বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজ এই আদেশ দেয় উচ্চ আদলত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। গত ৬ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন ৩ আইনজীবী। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয় রিটে।