শেরপুর ও চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
শেরপুর ও চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শেরপুরে ড্রাম ট্রাকের চাপায় নুরুল ইসলাম নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে করে চাপাতলী এতিমখানা মোড়ে এলে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নুরুল ইসলাম পেশায় একজন রং মিস্ত্রি।
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটী গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সাইফ নিহত হয়েছে। পীরপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লাগে। পরে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। সাইফ নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।