নওগাঁর আলোচিত তিন খুনের মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
 - / ১৬৩৭ বার পড়া হয়েছে
 
নওগাঁর বদলগাছীতে আলোচিত তিন খুনের মামলায় ৯জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদের সাথে প্রতিপক্ষের বিরোধ চলছিল। ২০১৪ সালের ৬ জুন বিকালে হাসেম আলী, ছাইদুল, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল, জায়েদ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে গুরুতর আহত হন শহিদুল ইসলাম দুলু, আমজাদ ও আব্দুল ওয়াদুদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় ২০ জনকে আসামী করে মামলা দায়ের করে নিহতের পরিবার।
																			
																		














