মোহাম্মদপুরে অবৈধভাবে মজুত করে রাখা ৫শ ১২ লিটার সয়াবিল তেল উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫শ ১২ লিটার সয়াবিল তেল উদ্ধার করেছে পুলিশ। মজুতের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি জানান, আটক ব্যক্তি একজন সাবেক সরকারি কর্মকর্তা। মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডের একটি বাসা থেকে ওই তেল উদ্ধার করা হয়। লায়েকুজ্জামান নামের ঐ ব্যক্তি রমজানকে সামনে রেখে তেল মজুত করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ৬ মার্চ থেকে ওই তেল মজুত করেছে তিনি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। ওই ব্যক্তির পাশাপাশি কোনো চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় তেজগাঁও বিভাগরের ডিসি বিপ্লব কুমার সরকার।
























