রায় বাস্তবায়ন না করায় সিইসি’র বিরুদ্ধে আদালত অবমাননার রুল হাইকোর্টের

- আপডেট সময় : ০৮:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনে হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে উচ্চ আদালত।
রুলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কেন কার্যক্রম ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। দলটির প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির করা এক আবেদনের শুনানি নিয়ে আজ এই আদেশ দেয়া হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে এই আবেদন করা হয়। ২০১৯ সালের ১১ এপ্রিল, হাইকোর্টের রায় ও আদেশের অনুলিপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে দলটিকে নিবন্ধনের আদেশ দেয় আদালত। তবে রায় ও আদেশের সত্যায়িত অনুলিপি যথাসময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হলেও এখনো সেই আদেশ কার্যকর করা হয়নি।