নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
সামাজিক অবস্থান, উত্তরাধিকার ও চাকুরিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।
রুলে আইন মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এদিন উচ্চ আদালতের এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট বেঞ্চে সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন। তিনি আরো জানান, এই দিবসে শ্রমজীবী নারীদের প্রতি সম্মান জানাতেই হাইকোর্ট এই রুল দিয়েছে এবং বিবাদীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে বলেও জানায় রাষ্ট্রপক্ষ।

















