ফিলিস্তিনের রামাল্লায় ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের রামাল্লায় ভারতীয় দূতাবাসের ভেতর থেকে রাষ্ট্রদূত মুকুল আর্যের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুকুলের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন। মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে তার মেধা ও সম্ভাবনার কথা স্মরণ করে টুইটার পোস্ট করেন জয়শঙ্কর। এ ঘটনার পর, ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ- স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন বিভাগের পাশাপাশি সব নিরাপত্তা বিভাগ, পুলিশ এবং সরকারী কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে, এ ঘটনার রহস্য এখনো জানা যায়নি।