মানিকগঞ্জ সিংগাইরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ সিংগাইরের বাংগড়া এলাকায় বাসের ধাক্কায় বাইসাইকেল চালক রহিজ উদ্দিন নামের একজন নিহত হয়েছেন। সকাল ৭ টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, তিনি ব্যবসায়িক কাজে বাইসাইকেল চালিয়ে এক ইটভাটায় যাচ্ছিলেন। এসময় উল্টোদিক থেকে বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসাপাতালে নেয়ার কিছুক্ষণ পরই তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাসটিকে জব্দের চেষ্টা করা হচ্ছে। নিহত ব্যক্তি সদর উপজেলার বেতিলা ইউনিয়নের নালড়া গ্রামের গাজী নাসির উদ্দিনের ছেলে।




















