অন্তবর্তী দায়িত্ব পেয়েছেন প্রো-ভিসি অধ্যাপক ড. নুরুল আলম
- আপডেট সময় : ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ফারজানা ইসলমের জায়গায় অন্তবর্তী ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রো-ভিসি অধ্যাপক ড. নুরুল আলম। দেশের প্রথম নারী ভিসি হিসেবে দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালন করেছন ফারজানা। দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার পর ভিসি হিসেবে তার শেষ কর্মদিবস ছিল ২ মার্চ।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো। অধ্যাপক ড. নুরুল আলম দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে কাজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সকল কাজে সহায়তা করার কথাও জানান তিনি।















