আজ পবিত্র শবে মেরাজ

- আপডেট সময় : ০২:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
আজ পবিত্র শবে মেরাজ। মহিম্বানিত এক রাত। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এ রাতে মহান আরশে আজিমে আরোহণ করে আল্লাহর দিদার লাভ করেন। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাতটি ইবাদত বন্দেগীতে পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
মুসলিম বিশ্ব অলৌকিক ও ঐতিহাসিক এ ঘটনার স্মারক দিবস হিসেবে প্রতিবছর ২৬ রজব রাতে শবে মেরাজ হিসেবে পালন করে থাকে। মহিমান্বিত এ রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে যান নবী। একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিমে পৌঁছান। এরপর আল্লাহ তায়ালার দিদার লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেন তিনি। মিরাজ থেকে আল্লাহর রসুল উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে ফিরে পৃথিবীতে আসেন। মহিমান্বিত রাতটিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন।