বান্দরবানের রুমায় বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমায় একই পরিবারের ৫জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো, তার ছেলে রুংথুই ম্রো, লেংরুং ম্রো, মেনওয়াই ম্রো ও রিংরাও ম্রো। পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষে জঙ্গল কাটা নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধ চলছিল ওই পরিবারের। ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বাকিদের। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পাওয়ার পর দুর্গম ঘটনাস্থলে।
























