মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ নারী নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টঙ্গীবাড়ী মাওয়া সড়কের তৌলকাই নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময়ে মাওয়াগামী যাত্রীবাহী একটি সিএনজির সংগে বিপরিত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহতরা মাদারীপুরের বাসিন্দা।
তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।
পাবনার মধুপুরে রাস্তা পাড় হওয়ার সময় বাসের ধাক্কায় আছিয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে বাবা-মার সাথে টিকা নিতে মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে আসছিল আছিয়া। স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভ্যান থেকে নেমে রাস্তা পাড় হতে গিয়ে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্য হয় তার। এসময় বাসটির একপাশ খাদে নেমে গেলে বাসে থাকা ৫ যাত্রী আহত হন।