কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে ট্রাক চাপায় অটোরিকশা চালকসহ পাঁচ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
কুমিল্লায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরও দুই আরোহী।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশা চালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। ওসি বলেন, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রামট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। আহত হন দুইজন।



























